ঘুড়ি
কবি, সোহেল রানা
————————
আকাশ ঘিরে ঘুড়ির মেলা
মনে এলো টান,
ঘুড়ির মালিক আমি না হলেও
সেলফিতে জুড়ালাম প্রাণ।
টেবিল ঘুড়ি, ঢোল ঘুড়ি
আরো কোমর কাটা,
তেলিঙ্গি ঘুড়িতেও অনেক খুশি
সদ্য হাঠতে জানা শিশুটা।
কেউবা বানায় ময়ূর ঘুড়ি
কেউবা ঘুড়ি রুপি বিমান,
হুজুগে বাঙালি মাতে
ঘুড়ি প্রতিযোগিতাই তার প্রমাণ।
প্রতিযোগিতার বড় ঘুড়িতে
কোমর কাটাই সেরা,
বড় বড় ঘুড়ি বানিয়ে
নিউজ করছে তারা।
করোনা ভাইরাসের খবর নেই
দেশটা এখন ডুবছে প্রায়,
রাতের আকাশে ঘুড়ির মেলা
কারিগরদের হচ্ছে আয়।
২০০ টাকা ৫০০ টাকা
কয়েক হাজার টাকা দামের ঘুড়ি,
এই টাকার অপচয় রোধে
উপকার হতো ভারী।
শখ সবারই থাকে
লিমিট থাকা দরকার,
কম্পিটিশন ঘুড়িতে স্বপ্ন নষ্ট
অনেক গরীব বাবার।