এনামুল হক ছোটন
গত সোমবার (১৫ ফেব্রুয়ারী) ময়মনসিংহের প্রাণ কেন্দ্রে এডওয়ার্ড ইন্সটিটিউশনে গ্লোবাল ‘ল থিংকার্স সোসাইটি কর্তৃক মুজিব বর্ষকে কেন্দ্র করে স্বাস্থ্যসেবা ও পুষ্টি ক্যাম্প আয়োজিত করা হয়। প্রধান অতিথি হিসেবে ক্যাম্পটির উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর জনপ্রিয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র প্যানেল আসিফ হোসেন ডন । এছাড়া আরও উপস্থিত ছিলেন গ্লোবাল ল থিংকার্স সোসাইটির ভাইস প্রেসিডেন্ট আহসানুল আলম জন ও জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি এড. মাহিন মেহেরাব অনিক ।
প্রধান অতিথি মেয়র টিটু উক্ত ক্যাম্পে শিশুদের উদ্দেশ্যে বলেন, করােনাকালীন মহামারীর সময়ে ঘরে বন্দি থাকার কারণে শিশু-কিশোরদের ওপর দিয়ে ভয়াবহ মানসিক চাপ গিয়েছে। অনলাইনে লেখাপড়ার নতুন মাধ্যম এবং মহামারী পরবর্তী নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিতে শিশু ও তরুণদেরকে উৎসাহিত করতে হবে। পারিপার্শ্বিক এমন বিভিন্ন পরিস্থিতির সঙ্গে নতুন প্রজন্মকে মানিয়ে নেওয়ার নেতৃত্বের শিক্ষা দিতে হবে। তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হবে।
একই সাথে অন্যান্য অতিথিবৃন্দ শিশুদের উদ্দেশ্যে তাদের মূল্যবান বক্তব্য মতামত প্রকাশ করেন।
গ্লোবাল ল থিংকার্স সোসাইটির ফাউন্ডার প্রেসিডেন্ট রাওমান স্মিতা শিশুদের ইতিবাচক মানসিকতা আত্মবিশ্বাস এবং নেতৃত্ব নিয়ে আলোচনা করেন।
করোনাকালীন সময়ে ঘরে বন্দি অবস্থায় শিশুদের উপর ভয়াবহ মানসিক চাপ গিয়েছে। শিশুদের শিক্ষা ,শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সুস্থতা ও পুষ্টি নিশ্চিতকরণের লক্ষ্যে এবং শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে উক্ত ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। যেখানে ১০০ জন শিশুর স্বাস্থ্যসেবা, মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ, শিশুদের সাথে কথোপকথন ও তাদের মানসিক স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে সঠিক কাউন্সেলিং করা হয়। এছাড়াও শিশুদের স্কুল ব্যাগ, প্যাড, কলম, টি শার্ট এবং পুষ্টি উপাদান যেমন গুড়া দুধ, সি-ভিট প্রদান করা হয়। SDG এর ২,৩ এবং ৪ বাস্তবায়নের উদ্দেশ্যে মূলত ক্যাম্পটি করা হয়। ক্যাম্পটির সকল কার্যক্রম কোভিড-১৯ এর সরকারি সকল বিধি-নিষেধ ও দূরত্ব বজায় রেখে পরিচালিত হয়।