মুহাম্মদ মাসুদ রানা, হালুয়াঘাটঃ স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গৃহীত কোভিড১৯ পরিস্থিতিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ দক্ষতা ও কর্মতৎপরতা ভিত্তিক মূল্যায়ন এবং জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে।
গতকাল (১৩ ফেব্রুয়ারি) শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি।
তার-ই ধারাবাহিকতা হালুয়াঘাট থেকে স্থানীয় সরকার পুরস্কার-২০২০এর স্বীকৃতি স্বরূপ জেলায় সার্বিক উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম এবং পর্যটন বিকাশে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম, শ্রেষ্ঠ পৌরসভা মেয়র মোঃ খায়রুল আলম ভূঞা এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।
পরে অনুষ্ঠানে প্রধান অতিথি পুরষ্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্বারক তুলে দেন। এসময় জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সরকারি-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী অফিসারের এমন অর্জনের জন্য হালুয়াঘাটের সর্বস্তরের জনগণ শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।