মুহাম্মদ মাসুদ রানা, হালুয়াঘাটঃ ময়মনসিংহের হালুয়াঘাটে পিকনিকের বাস খাদে পড়ে প্রায় ৮ জন আহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় সদর ইউনিয়নের শাপলা বাজার সংলগ্ন স্থানে ঘটনাটি ঘটে।
সূত্র জানায়, তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের ডৌহাতলী গ্রামের একই এলাকার প্রায় ৬০ জন নারী-পুরুষ, শিশু-কিশোরসহ একটি বাস পিকনিকের উদ্দেশ্যে সকালে হালুয়াঘাট হয়ে নালিতাবাড়ী ইকোপার্ক যায়। পিকনিক থেকে ফেরার পথে সন্ধ্যায় বাসটির চাকা পাংচার হয়ে পুকুরে ঢালে পড়ে যায়। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে হালুয়াঘাট ফায়ার সার্ভিসের একটি টিম পৌছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
আহতরা হলেন, তারাকান্দা উপজেলার ডৌহাতলা গ্রামের সিরাজ আলীর কন্যা সাবিকুন্নাহার (১৯), একই গ্রামের কায়ুমের স্ত্রী মুক্তা (২২), নিজাম উদ্দিনের স্ত্রী হালিমা খাতুন (৫০), বারেক বিশ্বাসের স্ত্রী তাসলিমা খাতুন (৩৫), রব আলীর পুত্র সবুজ (২৫),মোজাফফর বিশ্বাসের পুত্র আব্দুল বারেক (৪০), ওমর আলী (৩৫), শহিদুল্লার পুত্র সাদেক (১৯)।
খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এএসআই জাকির হোসেন জানান, বাসটির চাকা পাংচার হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।