মুহাম্মদ মাসুদ রানা,হালুয়াঘাটঃ ময়মনসিংহের হালুয়াঘাটে ট্রাকের চাকায় পিষ্ট জিৎ ভাট নামে (১২) এক কিশোর নিহত হয়েছে। আজ ১১ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার বিকেলে পুরাতন বাস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটেছে।
সূত্রে জানা যায়, নিহত সাইকেল আরোহী জিৎ ভাট শিক্ষানবিস মোটরসাইকেল মেকানিক ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। পুলিশ তাৎক্ষনিক খবর পেয়ে ঘটনাস্থল থেকে চালকসহ ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।
জানতে চাইলে হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান বলেন, নিহতের মরদেহ উদ্ধার ও চালকসহ ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৬-২৫১৩) জব্দ করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।