মুহাম্মদ মাসুদ রানা,হালুয়াঘাটঃ ময়মনসিংহের হালুয়াঘাটে করোনা ভাইরাসের ভ্যাকসিন কার্যক্রম চলমান রয়েছে। তার-ই ধারাবাহিকতা আজ ( ৯ জানুয়ারী) মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কোভিড -১৯ মোকাবেলায় করোনা ভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন গ্রহণ করলেন গণমাধ্যম কর্মী ও জাতীয় দৈনিক সংবাদের হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবির মানিক। গণমাধ্যম কর্মীদের মাঝে তিনিই প্রথম টিকা নিলেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে গণমাধ্যম কর্মী হুমায়ুন কবির মানিক প্রধানমন্ত্রীর এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আমি টিকা গ্রহণ করেছি, আপনারাও নির্ভয়ে এ টিকা গ্রহণ করুন।
এখন পর্যন্ত সরকারী কর্মকর্তা, জন প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ মোট ২৪৬ জন টিকা গ্রহণ করেছেন। এতে সামান্য জ্বর ও শরীর ব্যাথা ব্যতিত জটিল কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি এমনটি জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনির আহমেদ।
উল্লেখ্য যে, গত ৭ ফেব্রুয়ারি সাড়া দেশের ন্যায় হালুয়াঘাটেও করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ শুরু হয়।