মুহাম্মদ মাসুদ রানা,হালুয়াঘাটঃ-ময়মনসিংহের হালুয়াঘাটে করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণের জন্যে প্রথম দিনে ১৩৬ জনের রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে প্রথম দিনে কোভিড-১৯ মোকাবেলায় করোনা ভাইরাসের প্রথম প্রতিষেধক ভ্যাকসিন গ্রহণ করেছেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম।
পর্যায়েক্রমে ভ্যাকসিন গ্রহণ করেন হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ, হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও মুনীর আহমেদসহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষরাও এ ভ্যাকসিন গ্রহণ করেন। এছাড়া স্বাস্থ্য কর্মীসহ আরও অনেকেই প্রথম দিনে কোভিড-১৯ এর প্রতিষেধক টিকা গ্রহণ করেছেন।
এ বিষয়ে হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আমরা টিকা গ্রহণ করেছি। পর্যায়ক্রমে সকলেই টিকা গ্রহণের সুযোগ পাবে। টিকা নিয়ে সংশয়ের কোন কারণ নাই। তিনি নির্ভয়ে সকলকে টিকা গ্রহণের আহবান জানান ।