শাহরিয়ার শাকির শেরপুর জেলা প্রতিনিধি:
আজ ২৩ জুলাই শেরপুর সদর উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক প্রান্তিক জনগোষ্ঠীর ৭০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১২ লক্ষ ৬০ হাজার টাকার অনুদান, অনগ্রসর শিক্ষা উপবৃত্তির ২৭ জন শিক্ষার্থীর মাঝে ২ লক্ষ ৬৬ হাজার ৪শত টাকার চেক ও ৩৬০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৩৩ লক্ষ ৩৬ হাজার টাকার চেক বিতরণসহ মোট ৪৮ লক্ষ ৬২ হাজার ৪শত টাকার চেক বিতরণ করা হয়। উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক। শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন সভাপতিত্বে অনুষ্ঠিত।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম , সঞ্চালকের দায়িত্ব পালন করেন শেরপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শবনম মুস্তারী, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মাহমুদুর রহমান ও চেক গ্রহণকারীবৃন্দ।