স্টাফ রিপোর্টারঃ মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত ১৮দফা বাস্তবায়ন ও লকডাউন কার্যকর করার লক্ষে দ্বিতীয় দিনের অভিযানেও স্বাস্থ্যবিধি না মানা ও সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করায় পরিচালিত মোবাইল কোর্টে ১৫৬ টি মামলায় ১,১৫,০৫০ (এক লক্ষ পনের হাজার পঞ্চাশ) টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আয়েশা হক এই তথ্য নিশ্চিত করেছেন। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আয়েশা হক বলেন, মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার সবকটি উপজেলার নির্বাহী ম্যাজিষ্টট্রেট ও জেলা প্রশাসনের নির্বাহী এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব অভিযানে লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, ম্যাস্ক পরা না থাকা, কারণ ছাড়া বাইরে বের হওয়াসহ বিভিন্ন অভিযোগে ১৫৬টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় বিভিন্ন পরিমাণে মোট ১,১৫,০৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আয়েশা হক জানান-জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণের মাধ্যমে স্বাস্থ্য বিধি নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। এ ছাড়াও স্বাস্থ্য নির্দেশনা বাস্তবায়ন অব্যাহত রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি করোনার বৃদ্ধি ঠেকাতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে এসে পরিচালিত অভিযানে সহযোগিতা করার আহবান জানান।