মুহাম্মদ মাসুদ রানা,হালুয়াঘাটঃ ময়মনসিংহের হালুয়াঘাটে চারটি রাস্তা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন হালুয়াঘাট উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম।
২৯ মার্চ, সোমবার বিকেলে ভূবনকুড়া, হালুয়াঘাট ও গাজিরভিটা ইউনিয়নে উপজেলা পরিষদের ২০২০/২০২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে প্রায় চৌত্রিশ লক্ষ টাকা ব্যয়ে ইটের সলিং দ্বারা তৈরী তিনটি রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম।
পৃথক পৃথক তিনটি ইউনিয়নের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন ভূবনকুড়া ইউপি চেয়ারম্যান এম সুরুজ মিয়া, হালুয়াঘাট ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইকরামুল হাসান খসরু ও গাজিরভিটা ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন।
প্রকল্পের আওতায় রাস্তাগুলো হলো, ভুবনকুড়া ইউনিয়নের লক্ষীকুড়া সামাদের বাড়ী হতে সন্ধাকুড়া মোড় পর্যন্ত, হালুয়াঘাট ইউনিয়নের আকনপাড়া (কান্দাপাড়া) রবিদাসের বাড়ি হতে হালুয়াঘাট-ধোবাউড়া মেইন রোড ও গোবরাকুড়া বক্কর ভূইয়ার বাড়ি হতে কয়লা ডিপো রাস্তা পর্যন্ত এবং গাজির ভিটা ইউনিয়নের আনচেংরী পাড়া হতে মহাজনী কান্দা পর্যন্ত। রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় স্থানীয় জন প্রতিনিধি, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।