- স্টাফ রিপোর্টার
মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সবত্র” এই শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে র্যালি ও আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং-ডে ২০২০ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে রায়পুর থানা পুলিশ কর্তৃক থানা প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভা, র্যালি ও কেক কাটা হয়, উত্তক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রায়পুর থানার অফিসার ইনচার্য (ওসি) আব্দুল জলিল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রায়পুর পৌর আওয়ামিলীগের আহ্বয়ক জামসেদ কবির বাক্কি বিল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র হাজী ইসমাইল খোকন, উপজেলা নির্বাহী অফিসার সাবরিন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আখতার জাহান সাথী, পৌরসভার সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, কমিনিউটি পুলিশিং সেলের সাধারন সম্পাদক এড. মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি তাফাজ্জল হোসেন, সাবেক বেসামরিক বিমান ও পর্ষটন মন্ত্রী শাহজান খানের জামাতা সাঈদুল বাকিন ভূঁইয়া, সম্ভাব্য মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন রুবে ভাট, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, পৌরসভার সকল কাউন্সলর ও আ’লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ কমিনিউটি পুলিশিংয়ের সদস্য বৃন্দ প্রমূখ।