হাফিজুল ইসলাম স্বপন, ফুলবাড়ীয়া প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়িয়া গ্রামে র্যাব-১৪ অভিযান চালিয়ে জেএমবির ৪ সদস্যকে গ্রেফতার করেছে |
শনিবার রাতে জোরবাড়িয়া গ্রামে জেএমবির সদস্যরা নাশকতার উদ্যোশে গোপন বৈঠক করছিল | গোপন সংবাদ পেয়ে ময়মনসিংহ র্যাব-১৪ অভিযান চালিয়ে জেএমবির সদস্য আক্কাস আলী (৫৫), শিক্ষক জাকীর হোসেন (৫০), ওসমান গণি মল্লিক (৪৮) ও হারুন (৩৫) কে গ্রেফতার করেন |
তাদের কাছ থেকে উগ্রবাদী ১১টি বই, লিফলেট, ১টি ল্যাপটপ, ২টি মোবাইল, ২টি সিমকার্ড, ১টি মেমরি কার্ড উদ্ধার করেন। র্যাব বাদী হয়ে গ্রেফতারকৃত জেএমবির সদস্যদের বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় মামলা করেছেন | রবিবার জেএমবির সদস্যদের আদালতে প্রেরণ করা হয় |
মামলা তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না জানায়, গ্রেফতারকৃত জেএমবি সদস্যদের ১০ দিনের রিমান্ড চাইলে, আদালতের বিচারক চার দিন করে রিমান্ড মুঞ্জুর করেছেন |