।ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের কোতুয়ালী মডেল থানা পুলিশের অভিযানে দুই শিশু চোর কে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে নগদ ৫০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। কোতুয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ ওসি ফিরোজ তালুকদার জানান-২১ শে জুলাই সোমবার কোতোয়ালী মডেল থানাধীন সানকিপাড়া এলাকার একটি বাসার ভেন্টিলেটর ভেঙ্গে অত্যন্ত সুকৌশলে জুবায়েদ ও নাহিদ নামক দুই চোর বাসার ভিতরে প্রবেশ করিয়া চুরি করতে গেলে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এসময় দুই চোর জুবায়ের (১৩) ও নাহিদ (১৪) এবং চোরের কাছ থেকে চুরি হওয়া নগদ ৫০,০০০ টাকা উদ্ধার করা হয়। ইতিপূর্বেও আটককৃত শিশু অপরাধীদ্বয় চুরির ঘটনায় জেল হাজতে ছিল। আটককৃত দুর্ধর্ষ শিশু চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।